শনিবার, ২৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

রায়েরবাজারে এশিয়ার বৃহত্তম কবরস্থান

নিজস্ব প্রতিবেদক

ঢাকার রায়েরবাজারে এশিয়া মহাদেশের বৃহত্তম কবরস্থান উদ্বোধন করা হলো গতকাল। ৯৬ দশমিক ২৩ একর জমির ওপর ৫০০ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত এ কবরস্থানে একসঙ্গে ১ লাখ লাশ দাফন করা যাবে। ইরাকে ১৫ একর জমির ওপর গড়ে ওঠা একটি কবরস্থান এতদিন এশিয়ার সবচেয়ে বড় কবরস্থান হিসেবে বিবেচিত হতো। রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পাশে গড়ে ওঠা কবরস্থানটি উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। উদ্বোধনকালে মন্ত্রী বলেন, ‘আমরা যা কিছুই করি না কেন, কবরস্থান হলো আমাদের শেষ ঠিকানা। কদিন আর বাঁচব, অনন্তকাল এখানেই আমাদের থাকতে হবে। এমন একটি প্রতিষ্ঠান উদ্বোধন করতে পেরে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি।’ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, স্থানীয় সরকার সচিব আবদুল মালেক ও স্থানীয় আওয়ামী লীগ সভাপতি সাদেক খান। রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থান উন্নয়ন প্রকল্পের যাত্রা ২০১১ সালের জুলাইয়ে। প্রকল্পটি শেষ হয় ২০১৫ সালের জুনে।

সর্বশেষ খবর