রবিবার, ২৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বিনম্র শ্রদ্ধায় স্বাধীনতা দিবস উদযাপিত

বিভিন্ন দল ও সামাজিক সংগঠনের নানা কর্মসূচি

প্রতিদিন ডেস্ক

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সারা দেশে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।   এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

চট্টগ্রাম : রাত ১২টা ১ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশের গার্ড অব অনার প্রদানের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, বিভাগীয় কমিশনার রুহুল আমিন, সিএমপি কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিপি মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রামের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, জেলা প্রশাসক  মেজবাহ উদ্দিন আহমেদ, রেলওয়ে পুলিশ, আরআরএফ কমান্ড্যান্ট, শিল্প পুলিশ, আনসার ও ভিডিপির চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জ পরিচালক এবং জেলা কমান্ডার, বন বিভাগ, পরিবেশ অধিদফতর, ফায়ার সার্ভিস, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, সিভিল সার্জন, চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ। রাজশাহী : রাত ১২টা এক মিনিটে নগরীর ভুবন মোহন পার্ক, রাজশাহী কলেজ শহীদ মিনার, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারসহ অন্যান্য শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন। ভুবন মোহন পার্কে শ্রদ্ধা নিবেদন করেন সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা, সংরক্ষিত আসনের এমপি আখতার জাহান, জেলা ও নগর আওয়ামী লীগ, জাসদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, জাতীয় পার্টি। রাজশাহী কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা জানায় নগর বিএনপি, রাজশাহী কলেজ প্রশাসন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ নানান সংগঠন। রংপুর : দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, নগরীর মডার্ন মোড়ে স্বাধীনতা স্তম্ভ ‘অর্জনে’ বিভাগীয় কমিশনার হাসান আহমেদের নেতৃত্বে বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীরের নেতৃত্বে পুলিশ প্রশাসন এবং নিসবেতগঞ্জে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ‘রক্ত গৌরবে’ ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাসুদ রাজ্জাকের নেতৃত্বে সেনা সদস্যরা ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন। এ ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। বরিশাল : রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. গাউস, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা। এরপর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষা বোর্ড চেয়ারম্যান, আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, জাতীয় পার্টিসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন র‌্যালি সহকারে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। গাজীপুর : প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয়। পরে শহীদদের স্মরণে শহরের শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, গাজীপুর প্রেসক্লাব, জেলা পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন। ময়মনসিংহ : প্রথম প্রহরে স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান, বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক  মোস্তাকিম বিল্লাহ ফারুকী, জেলা পুলিশ সুপার মঈনুল হক,  জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও  পৌর মেয়র ইকরামুল হক টিটু। পরে জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠন, জেলা বিএনপি, জাতীয় পার্টির নেতা-কর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

সর্বশেষ খবর