শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

‘নারীরা সর্বক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখছেন’

নিজস্ব প্রতিবেদক

নারীরা সর্বক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখছেন। দেশে ও দেশের বাইরে মেধা ও যোগ্যতার প্রমাণ দিচ্ছেন নারী পুলিশ সদস্যরা। সব ক্ষেত্রে নারীদের দৃশ্যমান উপস্থিতি নয়, সবখানে সাফল্যও দেখছি। তারই উজ্জ্বল দৃষ্টান্ত নারী পুলিশ। নারীদের কৃতিত্বে আমরা গর্বিত বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গত রাতে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার রাজদর্শন হলে ‘বাংলাদেশ নারী পুলিশ অ্যাওয়ার্ড-২০১৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আইজিপি এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রথমবারের মতো ৩২ জন নারী পুলিশকে পদক প্রদান করল পুলিশ সদর দফতর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর