মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

দক্ষ জনগোষ্ঠী তৈরিতে কাজ করতে হবে : আমু

টঙ্গী প্রতিনিধি

দক্ষ জনগোষ্ঠী তৈরিতে কাজ করতে হবে : আমু

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার জন্য দক্ষ ও প্রশিক্ষিত সৃজনশীল জনগোষ্ঠী তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে আসা মেধাবী শিক্ষার্থীদের দক্ষ ও প্রশিক্ষিত করে দেশ উন্নয়নের আহ্বান জানান তিনি। রাজধানীর উত্তরা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) প্রাঙ্গণে রবিবার রাতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অ্যালামনাই দিবস ২০১৬ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য প্রফেসর গোলাম মোস্তফা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান, দিলীপ কুমার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর