শনিবার, ৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

কৃষি গবেষণা ইনস্টিটিউটে নেপালের মন্ত্রী হরিবল

গাজীপুর প্রতিনিধি

নেপালের কৃষি উন্নয়ন মন্ত্রী হরিবল প্রসাদ গাজুরেল গতকাল বিকালে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন। নেপালের মন্ত্রীকে ইনস্টিটিউটের ডিজি ড. মো. রফিকুল ইসলাম মণ্ডল ফুল দিয়ে বরণ করে নেন। পরিচালক ড. মোহাম্মদ জালাল উদ্দীন বিএআরআইয়ের সম্মেলন কক্ষে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য সম্পর্কে তাকে অবহিত করেন। এরপর ইনস্টিটিউটের মহাপরিচালক, পরিচালক ও বিভাগীয় প্রধানদের সঙ্গে হরিবল প্রসাদ বাংলাদেশ ও নেপালের কৃষি বিষয়ক গবেষণা কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে মতবিনিময় করেন। বাংলাদেশের মতো নেপালেরও অর্ধেকের বেশি মানুষ কৃষির ওপর নির্ভরশীল। বাংলাদেশ ও নেপালের কৃষিখাত প্রায় একই প্রকৃতির তবে ধান নেপালের গুরুত্বপূর্ণ ফসল। এ ছাড়া গম, মিলেট, বার্লি, কফি, আখ, তামাক, আলু ও তৈলবীজ নেপালে উৎপাদন হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর