মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

খাবার পানির জন্য হাহাকার

ছয় পাম্পে তালা এলাকাবাসীর

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

খাবার পানির জন্য হাহাকার

সিলেট নগরীর শাহী ঈদগাহ শাহ মিরাজী পাম্প হাউসে গতকাল তালা দেন ক্ষুব্ধ এলাকাবাসী — বাংলাদেশ প্রতিদিন

সিলেট নগরীতে নিরাপদ খাবার পানির জন্য হাহাকার চলছে। নগরীর মোট চাহিদার অর্ধেক পানিও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন (সিসিক)। কয়েক দিন ধরে বিদ্যুৎ বিভ্রাট বেড়ে যাওয়ায় সিসিক পরিচালিত নলকূপ ও পাম্পগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না। ফলে নগরজুড়ে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এদিকে খাবার পানি না পেয়ে গতকাল শাহী ঈদগাহ এলাকার ছয়টি পাম্পে তালা ঝুলিয়ে দিয়েছেন এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা যায়, ৬-৭ দিন ধরে সিলেটে ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এ জন্য বেশির ভাগ উৎপাদক নলকূপ ও পাম্প চালু রাখা সম্ভব হচ্ছে না। এতে শাহী ঈদগাহ, কাজিটুলা, রায়নগর, টিবি গেট, আরামবাগসহ বিভিন্ন এলাকায় খাবার পানি সরবরাহে বিঘ্ন ঘটে। ৩-৪ দিন থেকে পানি না পেয়ে সংশ্লিষ্ট এলাকার লোকজন সিটি করপোরেশনের পানি শাখায় যোগাযোগ করেও কোনো সুফল পাননি। পানি সংকট ও সিটি করপোরেশনের গাফিলতিতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন ওই এলাকার লোকজন। গতকাল তারা শাহী ঈদগাহ শাহ মিরাজী, টিবি গেট, লাক্কাতুড়া, বালুচর, টিলাগড় ও উঁচা সড়কের সিটি করপোরেশনের পাম্প হাউসে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। শাহী ঈদগাহ এলাকার সাঈদুজ্জামান জানান, ৮-১০ দিন ধরে সিটি করপোরেশনের পক্ষ থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে বৃহত্তর শাহী ঈদগাহ এলাকায় খাবার পানি তীব্র সংকট দেখা দেয়। পানির অভাবে গৃহস্থালির কাজও করা সম্ভব হচ্ছে না। অতিষ্ঠ হয়ে লোকজন পাম্পে তালা দিয়েছেন। সিসিক প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, সিলেট নগরীতে প্রতিদিন ৮ কোটি লিটার খাবার পানির চাহিদা রয়েছে। কিন্তু সিটি করপোরেশনের পক্ষ থেকে ৫ কোটি লিটারও সরবরাহ সম্ভব হচ্ছে না। এরপরও ট্রিটমেন্ট প্লান্ট, উৎপাদক নলকূপ ও পাম্প দিয়ে সর্বোচ্চ পানি সরবরাহের চেষ্টা চলছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিছু এলাকায় পানি সরবরাহে বিঘ্ন ঘটছে। এর জের ধরে পাম্প হাউসে কিছু লোক তালা দিয়েছে। এভাবে পাম্পে তালা দেওয়া গর্হিত কাজ। যারা পাম্প হাউসে তালা দিয়েছেন তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর