মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
সেমিনারে অভিমত

গবেষণাভিত্তিক পাঠদান জরুরি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অডিটরিয়ামে আয়োজিত এক সেমিনারে অভিমত প্রকাশ করে বলা হয়েছে, উচ্চশিক্ষার স্তরে মানসম্পন্ন শিক্ষার জন্য জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় গবেষণাভিত্তিক শিখন ও পাঠদান পদ্ধতি জরুরি। গতকাল ইউজিসি, ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয় ও অস্ট্রেলিয়া যৌথভাবে ‘বেস্ট প্রাক্টিসেস অব টিচিং অ্যান্ড লার্নিং ইন হায়ার এডুকেশন থ্রো রিসার্চ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। এতে আরও অভিমত প্রকাশ করা হয়, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে জ্ঞান-বিজ্ঞানের এসব শাখায় সময়োপযোগী অনুশীলনের কোনো বিকল্প নেই। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি ফেডেরিক জিয়ান জিয়ান, অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শেরম্যান ইয়াং, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুলিয়ান ড্রগান প্রমুখ।

সর্বশেষ খবর