বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

কোটি টাকার বিলাসী গাড়ি বিপাকে সিলেটের প্রবাসীরা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

কোটি টাকার বিলাসী গাড়ি বিপাকে সিলেটের প্রবাসীরা

যুক্তরাজ্য থেকে দেশে আনা কোটি টাকার বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি নিয়ে সিলেটে বিপাকে পড়েছেন লন্ডন প্রবাসী সিলেটীরা। শুল্ক ফাঁকি দিয়ে আনা ওই গাড়িগুলো যথাসময়ে যুক্তরাজ্যে ফিরিয়ে নেওয়া হয়নি। ওই গাড়িগুলো জব্দ করতে শুল্ক গোয়েন্দারা তত্পর হয়ে উঠেছেন। ফলে এতদিন দাপটের সঙ্গে সিলেটের রাস্তায় গাড়িগুলো চলাচল করলেও এখন দেখা মিলছে না সেগুলোর। কয়েকদিন আগে গোয়েন্দাদের তত্পরতায় দুই কোটি টাকার বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ গাড়ি জব্দ করা হয়েছিল। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর, সিলেট আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা জানান, কারনেট সুবিধায় যুক্তরাজ্য থেকে শুল্ক ছাড়াই বিলাসবহুল কোটি টাকার গাড়ি দেশে আনা যায়। এই সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটী অনেক প্রবাসীই দেশে কোটি টাকার গাড়ি নিয়ে আসেন। কিন্তু ছয় মাসের মধ্যে সেসব গাড়ি যুক্তরাজ্যে ফিরিয়ে নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও অনেক প্রবাসীই তা অগ্রাহ্য করেন। এ ক্ষেত্রে যুক্তরাজ্যের যে কোম্পানির কাছ থেকে কারনেট সুবিধায় গাড়ি আনা হয়, সেই কোম্পানিকে গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা চুরি হয়ে গেছে— এসব অজুহাত দেখিয়ে পার পেয়ে যান প্রবাসীরা।

সর্বশেষ খবর