শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সিলেটে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙছে সিসিক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙছে সিসিক

গতকাল ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলছে সিলেট সিটি করপোরেশন —বাংলাদেশ প্রতিদিন

নগরে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ৩২টি ভবনের তালিকা করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এর মধ্যে তাঁতিপাড়ার তিনতলা একটি ভবন ভাঙার কাজ শুরু করা হয়েছে। গতকাল সকাল থেকে ভবনটি ভাঙার কাজ শুরু হয়। তিনতলা ওই ভবনটির মালিক নগরীর দ্য এইডেড হাইস্কুলের সাবেক শিক্ষক ফজলুল হক। সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব জানান, সিসিকের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ভবনটি বুধবারের মধ্যে স্বেচ্ছায় ভেঙে ফেলতে নোটিস দেওয়া হয়েছিল। তবে মালিক তা না করায় সিসিক নিজ উদ্যোগেই ভবনটি ভাঙার কাজ শুরু করেছে। সরকারি নীতিমালা অনুযায়ী ভবন ভাঙার ব্যয়ভার বহন করবেন ভবন মালিক। তিনি জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ টিম নগরের ৩২টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ভবন চিহ্নিত করেছে। ওই ভবনগুলোও পর্যায়ক্রমে ভাঙার কাজ শুরু হবে।

সর্বশেষ খবর