শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

দখল-ভরাটে অস্তিত্ব সংকটে চট্টগ্রামের মরিয়ম বিবি খাল

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

দখল-ভরাটে অস্তিত্ব সংকটে চট্টগ্রামের মরিয়ম বিবি খাল

চট্টগ্রাম মহানগরে পানি নিষ্কাশনের মরিয়ম বিবি খাল দখলমুক্ত করতে চসিক মেয়র নতুন করে উদ্যোগ নিয়েছেন। তিনি অবিলম্বে সব দখলকারীকে সরে যেতে বলেছেন। এর আগে ২০১১ সালের ১২ জানুয়ারি চসিকের রাজস্ব বিভাগ থেকে অবৈধ দখলদারসহ সংশ্লিষ্টদের সরে যেতে গণনোটিস দেওয়া হয়েছিল। কিন্তু তারপর আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জানা গেছে, দীর্ঘদিন খালের মোহনাসহ একাধিক অংশে বড় বড় গাছ ফেলে ব্যবসা করছিলেন স্থানীয় পাঁচ গাছ ব্যবসায়ী। এতে বাধাগ্রস্ত হয় পানি চলাচল। এই অবৈধ খলদাররা হলেন স্থানীয় ব্যবসায়ী মো. ইসমাঈল সওদাগর, মো. অদুদু চৌধুরী, কফিল সওদাগর, সামসু সওদাগর ও মো. শফি সওদাগর। চসিক সূত্রে জানা গেছে, মৃতপ্রায় এ খালটি গত ৭ এপ্রিল সরেজমিন পরিদর্শন করতে যান চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি খালটির পাথরঘাটা ওয়ার্ডের ওমর আলী মার্কেট এলাকার মোহনায় পানি চলাচল বন্ধ দেখে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি পাঁচ গাছ ব্যবসায়ীকে তাত্ক্ষণিক তলব করেন। মেয়র তাদের নিজ খরচে ৭ দিনের মধ্যে গাছ সরিয়ে মরিয়ম খালকে দখলমুক্ত করতে নির্দেশ দেন। এরপর গতকাল চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন জানিয়েছেন, এরই মধ্যে তিনজন ব্যবসায়ী গাছ সরিয়েছেন। অন্যদেরও সরিয়ে ফেলতে হবে। অন্যথায় ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে জরিমানাসহ আইনি ব্যবস্থা নেবেন। কারণ এই খাল দিয়ে পানি চলাচল বন্ধ থাকায় নগরের পানি নিষ্কাশন হচ্ছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর