শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

২৫০ মামলার দেড় হাজার আসামি আত্মগোপনে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

২৫০ মামলার দেড় হাজার আসামি আত্মগোপনে

বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২৩৫ মামলাসহ অন্য আরও মামলার দেড় হাজার আসামি গ্রেফতার এড়াতে আত্মগোপন করেছেন। সম্প্রতি ঢাকায় দুদকের অভিযান জোরালো করার পরও বরিশালে বিভিন্ন মামলার দেড় হাজার আসামি আত্মগোপন করেন। বরিশাল বিভাগীয় দুদক কার্যালয় সূত্র জানায়, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলায় বিভিন্ন প্রকল্পে দুর্নীতি, সরকারি সম্পত্তি আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং ও জাল-জালিয়াতির ২৩৫টি মামলা রয়েছে। এ ছাড়া আদালত, থানা ও বিভিন্ন দফতর থেকেও ২০টি মামলা দুদকে পাঠানো হয়। ওই সব মামলায় দুই হাজারের বেশি আসামি থাকলেও জামিনে আছেন প্রায় ৪০০ জন। জামিনবিহীন দেড় হাজার আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করেছে বরিশাল দুদক। এর মধ্যে বরগুনার ব্র্যাক সদর শাখা থেকে অর্থ আত্মসাৎ মামলার আসামি জীবন কৃষ্ণ দে ও পটুয়াখালীর বাউফলের একটি জালিয়াতি মামলার আসামি আবদুস সত্তার ডাকুয়াকে বুধবার গ্রেফতার করে দুদক। বৃহস্পতিবারও দুদক কর্মকর্তারা বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছেন। দুদকের একাধিক মামলার এক তদন্ত কর্মকর্তা জানান, গ্রেফতারের বিষয়টি জেনে যাওয়ায় আসামিরা আত্মগোপনে চলে গেছেন। এ কারণে তাদের গ্রেফতারে সময় লাগছে। দুদক বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক আখতার হোসেন জানান, জামিনবর্হিভূত যারা আছেন তাদের গ্রেফতারে অভিযান চলছে। এ খবরে বেশির ভাগ আসামি গাঢাকা দিয়েছেন। তারপরও বিভিন্ন কৌশলে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর