শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

তাপপ্রবাহ নতুন এলাকায় বিস্তারের আভাস

নিজস্ব প্রতিবেদক

টানা দুই সপ্তাহ ধরে চলমান তাপপ্রবাহ আরও নতুন এলাকায় বিস্তারের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। অবশ্য বর্ষণের ধারায় রয়েছে সিলেট অঞ্চল। গতকাল সিলেটে ১৪৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ সময় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং ঢাকা, টাঙ্গাইল ও ফরিদপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর