বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

দেশে এখন নুনের চেয়েও খুন সস্তা

————— পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে আশঙ্কাজনক হারে খুন ও গুমের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, আজ দেশে ইসলাম না থাকায় মানুষের জীবনের কোনো মূল্য নেই। দেশে এখন নুনের চেয়েও খুন সস্তা। পীর চরমোনাই বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুন, কারাগারের নিরাপত্তা কর্মী খুন, সাধারণ মানুষ যত্রতত্র খুনের ঘটনা ঘটছে। খুন ও গুম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে দেশবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। দিন দিন সে আতঙ্ক সর্বত্র ছড়িয়ে পড়ছে। আইনশৃঙ্খলার অবকাঠামো ভেঙে পড়ছে। মানুষ ভয়ার্ত, আতঙ্কিত। এ অবস্থায় একটি দেশ চলতে পারে না।

সর্বশেষ খবর