বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

শব্দ সচেতনতায় সড়কে জ্যাকবের র‌্যালি

নিজস্ব প্রতিবেদক

শব্দ সচেতনতায় সড়কে জ্যাকবের র‌্যালি

পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব গতকাল রাজধানীতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসের কর্মসূচি উদ্বোধন করেন —বাংলাদেশ প্রতিদিন

পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে সংসদ ভবনের সামনের সড়কে র‌্যালি ও পথসভা করেছেন। এ বছরই প্রথম দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, ক্রোড়পত্র, বর্ণাঢ্য র‌্যালি, পথসভাসহ বিভিন্ন কর্মসূচি উদ্যাপন করা হয়। এ উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে আয়োজিত র‌্যালি শেষে পথসভায় উপমন্ত্রী শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতন হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শব্দদূষণ একটি নীরব ঘাতক। শব্দদূষণে উচ্চমাত্রার শ্রবণশক্তি হ্রাস, শরীরের রক্তচাপ বৃদ্ধি করে, হৃদযন্ত্রের কম্পন বাড়িয়ে দেয়, হজম প্রক্রিয়া ব্যাহত করে এবং সর্বোপরি শিশুদের বেড়ে ওঠা বাধাগ্রস্ত করে। এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। উপমন্ত্রী, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসংলগ্ন সড়কে গাড়ির হর্নসহ যে কোনো প্রকার শব্দ না করার আহ্বান জানান। তিনি শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা প্রয়োগের নির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ খবর