শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রামে অটোরিকশা সংকট পোয়াবারো চালকদের

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

অটোরিকশা সংকটকে পুঁজি করে চট্টগ্রাম মহানগরে অতিরিক্ত ভাড়া আদায় করছে চালকরা। স্টিকারের প্রায় চার হাজার অটোরিকশা বন্ধের পর নিবন্ধিত চালকদের এখন পোয়াবারো হয়েছে। যাত্রীদের অভিযোগ, অটোরিকশা চালকরা নিয়ন্ত্রণহীভাবে ভাড়া আদায় করছে। অথচ এ ব্যাপারে সংশ্লিষ্ট কেউ প্রয়োজনীয় ভূমিকা পালন করছে না। জানা যায়, বর্তমানে নগরীতে নিবন্ধিত অটোরিকশা আছে ১৩ হাজার। এর বাইরে আদালতের অনুমতি নিয়ে গত দুই বছর ধরে প্রায় চার হাজার অটোরিকশা স্টিকার লাগিয়ে সড়কে চলাচল করছিল। কিন্তু গত তিন মাস আগে এক রিট মামলায় আদালত স্টিকারে চলা সেসব অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। অন্যদিকে, নিবন্ধিত অটোরিকশাগুলোর মধ্যে প্রায় তিন হাজার বিকল। কিছু আছে মেরামতের জন্য গ্যারেজে। আবার নিবন্ধিত গাড়িগুলো সব মেয়াদোত্তীর্ণ। ফলে নগরে এখন অটোরিকশা সংকট চরম হয়ে দেখা  দিয়েছে।

সর্বশেষ খবর