শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েও যোগ দিতে পারছেন না ১৩ জন

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট অফিসে চাকরি পেয়েও যোগদান করতে পারছেন না ১৩ মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি। নিয়োগ কর্তাদের গাফিলতির কারণে নিয়োগপত্র পাওয়ার প্রায় তিন মাসেও তারা কর্মস্থলে যোগদান করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। সঠিক পদ্ধতিতে মুক্তিযোদ্ধা সনদ যাচাই না হওয়ায় তারা চাকরিতে যোগদান করতে পারবেন কিনা এ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিয়োগের অপেক্ষায় থাকা ওই ১৩ জন হচ্ছেন— লোকমান হোসেন, ওমর খালেদ, গোপাল চন্দ্র দাস, মাসুদ রানা, সুব্রত দাস, দেবাশীষ কুমার চন্দ্র, রূপন মিয়া, সাইফ উদ্দিন হাসান, রেজোয়ান কয়েছ, হোসাইন আহমদ, আবু সালেহ, মতিউর রহমান রাজা ও আবদুল হাকিম। গাড়িচালক, সিপাহি ও নৈশপ্রহরী পদে তারা নিয়োপপত্র পেয়েছিলেন। গত বছরের অক্টোবরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট অফিসে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় চাকরির জন্য মনোনীত হন ১৩ জন। গত ১৯ জানুয়ারি চাকরিতে যোগদানের পত্র প্রেরণ করা হয়। ওই পত্রে ২৪-৩১ জানুয়ারির মধ্যে চাকরিতে যোগদানের নির্দেশনা দেওয়া হয়। ওই সময়ের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তরা ছাড়া বাকি সবাই যোগদান করেন।

সর্বশেষ খবর