বুধবার, ৪ মে, ২০১৬ ০০:০০ টা
১০ লাখ টাকা ঘুষ দাবি

ইউজিসির দুই কর্মকর্তা বাধ্যতামূলক ছুটিতে

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ছুটিতে পাঠানো কর্মকর্তারা হলেন ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. নাছিমা রহমান ও সিনিয়র সহকারী পরিচালক মো. আতোয়ার রহমান। জানা গেছে, ঘুষ দাবির বিষয়টি তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি আজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। ঘুষ দাবি ও পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর বিষয়টি ইউজিসির জনসংযোগ দফতরসূত্র নিশ্চিত করেছে।

ঘুষ দাবির অভিযোগ খতিয়ে দেখতে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক মো. সামছুল আলম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর