শুক্রবার, ৬ মে, ২০১৬ ০০:০০ টা

সন্ত্রাসীদের উৎপাতে রেল হাসপাতালের চিকিৎসা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সন্ত্রাসীদের উৎপাতে রেল হাসপাতালের চিকিৎসা বন্ধ

বহিরাগত সন্ত্রাসীদের উৎপাতে তিন দিন ধরে বন্ধ আছে রাজশাহী রেলওয়ে হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। হাসপাতালের প্রধান ফটক তালাবদ্ধ দেখে ফিরে যাচ্ছেন রোগীরা। হাসপাতাল সূত্রে জানা যায়, স্থানীয় বহিরাগত সন্ত্রাসীদের উৎপাতে অতিষ্ঠ হয়ে হাসপাতালটির বহির্বিভাগের (আউটডোর) সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। দ্রুত এ সমস্যা সমাধান করা না হলে অভ্যন্তরীণ (ইনডোর) বিভাগের সেবাও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল দুপুরে হাসপাতালটির চিফ মেডিকেল অফিসারের সঙ্গে আলোচনা করে অন্য কর্মকর্তা-কর্মচারীরা এ সিদ্ধান্ত নিয়েছেন। হাসপাতালে কর্মরতদের অভিযোগ, সন্ত্রাসীদের একটি গ্রুপ কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে হাসপাতাল থেকে প্রায়ই জোর করে ওষুধ নিয়ে যায়। এ ছাড়া বিভিন্ন সময় তারা অর্থও দাবি করে। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা ওষুধ দিতে রাজি না হলে সন্ত্রাসীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে। গত ২৮ এপ্রিল হাসপাতালের ফার্মাসিস্ট আনোয়ার হোসেনের ওপর চড়াও হয় তারা। এর বিচার দাবিতে হাসপাতালের কর্মকর্তা- কর্মচারীরা ওই দিনই হাসপাতালের চিফ মেডিকেল অফিসারকে লিখিত অভিযোগ দেন। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় গত মঙ্গলবার থেকে হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেন কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল দুপুরে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা আবারও চিফ মেডিকেল অফিসারের সঙ্গে আলোচনায় বসেন। এ সময় তারা ওই ঘটনার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তিন দিনের আলটিমেটাম দেন।

সর্বশেষ খবর