শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা

পিয়াজ রসুন ডালে রমজানের প্রভাব

নিজস্ব প্রতিবেদক

পিয়াজ রসুন ডালে রমজানের প্রভাব

পবিত্র রমজানকে উপলক্ষ করে পিয়াজ ও রসুনের দাম বাড়িয়েই চলেছেন ব্যবসায়ীরা। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের পিয়াজ ও রসুনের দাম কেজিতে  বেড়েছে ১০ থেকে ৩০ টাকা। একই সঙ্গে খুব কৌশলে ধীরে ধীরে বাড়ানো হচ্ছে ইফতারির জিনিসপত্র মসুর ডাল, ছোলা ও চিনির দাম। এগুলোর দাম তিন দিনের ব্যবধানে কেজিতে দুই থেকে ১০ টাকা বাড়ানো হয়েছে। গতকাল রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। বাজারের খুচরা ব্যবসায়ীরা বলছেন, আমদানিকারক ও পাইকাররা রসুনের দাম ইচ্ছেমতো বাড়িয়েছেন। গত সপ্তাহে যে রসুনের পাইকারি দাম ছিল ১৭০ টাকা সে রসুন এখন হয়েছে ২০০ টাকা। পিয়াজ বিক্রি হচ্ছে দেশি ৪৫ টাকায়। রমজান ঘনিয়ে এলে এ দুই পণ্যের দাম আরও বেড়ে যাবে বলে ব্যবসায়ীদের ধারণা। গতকাল বাজার ঘুরে দেখা যায়, সব ধরনের ডালের দাম কেজিতে ১০ টাকা বাড়ানো হয়েছে। খোলা বাজারে সাধারণ মসুর ডাল ১০ টাকা বাড়িয়ে ১৩০ টাকায় বিক্রি করা হয়েছে। স্পেশাল মসুর ডাল  ১৬০ টাকায় বিক্রি হয়েছে। ছোলা কেজিতে তিন টাকা বাড়িয়ে ৫৮ টাকায়, চিনি কেজিতে দুই টাকা বাড়িয়ে ৫২ টাকায় বিক্রি হয়েছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। গতকাল মাঝারি আকারের (৮০০ গ্রাম) এক জোড়া ইলিশ বিক্রি হয়েছে ১২০০ টাকায়। শোল ২৮০, ট্যারা-৪০০ টাকা, রুই (দেশি) ২২০ থেকে ৩০০ টাকা বিক্রি হয়েছে।

সর্বশেষ খবর