সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা

গুলশানে বিজেএমসির জমি খেলার মাঠ হিসেবে ব্যবহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বিজেএমসির নিয়ন্ত্রণাধীন গুলশানের ১০.৩৩ বিঘা জমি খেলার মাঠ হিসেবে ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। গতকাল সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, রাজধানী ঢাকার বুকে খেলার মাঠ তো দূরে থাক, ফাঁকা জায়গাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু আজকের যারা শিশু-কিশোর তাদের সুষ্ঠুভাবে বেড়ে উঠতে প্রয়োজন খেলার মাঠ, মুক্তভাবে মুক্ত আকাশের নিচে নির্বিঘ্নে ছোটাছুটির সুযোগ। সে কথা বিবেচনায় রেখেই প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্যোগ ও নির্দেশনায় কেনা হচ্ছে এ খেলার মাঠ। মির্জা আজম আরও বলেন, সোনালি আঁশ পাটের উৎপাদন ও বহুমুখী ব্যবহার উৎসাহিত এবং জনপ্রিয় করতে পাট চাষিদের স্বপ্নপূরণে কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার। এ জন্য পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি ও ভাতা পরিশোধ, পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, পাটকলগুলোকে উৎপাদনমুখী করতে ও যথাসময়ে পাট কিনতে বাংলাদেশ জুট মিল করপোরেশনকে (বিজেএমসি) এক হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর