মঙ্গলবার, ১০ মে, ২০১৬ ০০:০০ টা

প্রধান আসামি সোহান অধরা

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

প্রধান আসামি সোহান অধরা

চট্টগ্রামে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র নাসিম আহমেদ সোহেল হত্যার পর পার হয়েছে প্রায় দেড় মাস। কিন্তু ঘটনায় দায়ের হওয়া মামলার এজহারভুক্ত প্রধান আসামি ইব্রাহিম সোহান এখনো অধরা। তার ব্যাপারে কোনো তথ্য নেই পুলিশের কাছে। ফলে মামলার ভবিষ্যৎ নিয়ে হতাশ সোহেলের বাবা আবু তাহের।  জানা যায়, ঘটনার পরই ক্যাম্পাস থেকে সংগ্রহ করা হয় সিসি ক্যামরার ভিডিও ফুটেজ। ফুটেজে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহান ধারালো ছুরি দিয়ে নাসিমকে আঘাত করেছেন। সোহান নিজের পকেট থেকে ছুরি বের করে নাসিমের মাথায়, ঘাড়ে ও হাতে ছুরিকাঘাত করেন। গ্রেফতারকৃত পাঁচজনের মধ্যে তামিম ছাড়া বাকি চারজন নাসিমকে কিলঘুষি মারে। ক্যাম্পাসে তিন দফায় নাসিমকে মারধর করা হয়। এতে অংশ নেয় ১৫-২০ জন। ছাত্রলীগ নেতা ফয়সাল বাপ্পী অভিযোগ করে বলেন, প্রায় দেড় মাস পার হলেও  চার্জশিটভুক্ত নতুন কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে পুলিশের আন্তরিকতাও নিয়েও প্রশ্ন উঠেছে। নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মঈনুর রহমান বলেন, ঘটনার পূর্ণাঙ্গ ভিডিও ফুটেজ পুলিশের হাতে, ঘটনাস্থল থেকে আটক পাঁচজনের স্বীকারোক্তি আছে।

সর্বশেষ খবর