বুধবার, ১১ মে, ২০১৬ ০০:০০ টা

এবার নিজেদের ঝুঁকিপূর্ণ মার্কেট ভাঙছে সিসিক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে ‘নো কমপ্রোমাইজ’ মিশনে মাঠে নেমেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার পর এবার সিটি করপোরেশন ভাঙা শুরু করেছে নিজেদের মার্কেট। গতকাল শুরু হয়েছে তিন তলা বিপণিবিতান ‘সিটি সুপার মার্কেট’ ভাঙার কাজ। পর্যায়ক্রমে নগরীর ঝুঁকিপূর্ণ ৩২টি ভবনের সব কটি ভাঙা হবে বলে জানিয়েছেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

সরেজমিনে দেখা গেছে,মার্কেটটির তৃতীয় তলা ভাঙার কাজ চলছে। ওই তলায় ১০৮টি দোকান রয়েছে।

সর্বশেষ খবর