বুধবার, ১১ মে, ২০১৬ ০০:০০ টা

মাঠ রক্ষার দাবিতে ফের মানববন্ধন

স্টেডিয়াম হবে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ফতুল্লার আলীগঞ্জ খেলার মাঠ রক্ষার দাবিতে আবারও মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। এ ছাড়া মাঠের একদিকে গণপূর্ত বিভাগের দেয়াল নির্মাণের চেষ্টা করা হলে তাতেও বাধা দেয় এলাকাবাসী। পরে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি শামীম ওসমান এসে এ মাঠে মিনি স্টেডিয়াম করা হবে বলে আশ্বাস দেন। জানা গেছে, গত ২২ মার্চ একনেকের বৈঠকে ৪০০ কোটি টাকায় আলীগঞ্জ খেলার মাঠে ১৫-তলা বিশিষ্ট ৮টি সরাসরি আবাসিক ভবনে ৬৭২টি ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত হয়। এরপর মাঠটি রক্ষার দাবিতে আন্দোলনে নামে এলাকাবাসী ও ক্রীড়ামোদীরা। ৭ এপ্রিল একনেকের সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন করেন আলীগঞ্জ ক্লাব সভাপতি কাওসার আহমেদ পলাশ। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে একনেকের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানানোর জন্য সরকারের ৮ কর্মকর্তার ওপর ১০ এপ্রিল রুলনিশি জারি করেন। একইসঙ্গে আগামী ৪ সপ্তাহের মধ্যে তাদের রুলের জবাব দাখিলেরও নির্দেশ দেন আদালত। ১৬ এপ্রিল মাঠটি রক্ষার দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে আলীগঞ্জ থেকে পাগলা পর্যন্ত ২ কিলোমিটারব্যাপী দীর্ঘ মানববন্ধন করে এলাকাবাসী।

এদিকে রিট পিটিশনের নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও সোমবার সকাল থেকে আলীগঞ্জ মাঠে দেয়াল নির্মাণের চেষ্টা চালায় গণপূর্ত বিভাগ। খবর পেয়ে দেয়াল নির্মাণের কাজে বাধা দেয় এলাকাবাসী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ। পরে গতকাল দুপুরে আলীগঞ্জ মাঠ পরিদর্শনে আসেন গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান টিপু মুন্সী ও নারায়ণগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান। এ সময় মাঠ রক্ষার দাবিতে ব্যানার ও প্লাকার্ড সহকারে মাঠের অভ্যন্তরে মানববন্ধন করতে থাকে কয়েক হাজার মানুষ। বেলা পৌনে ২টার দিকে মাঠ দেখতে আসেন শামীম ওসমান এমপি। এ সময় তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মাঠটিকে একটি মিনি স্টেডিয়ামে রূপান্তরিত করা হবে। তিনি শিক্ষার্থীদের ভালোমতো লেখাপড়া করার আহ্বান জানান। আলীগঞ্জ ক্লাবের সভাপতি কাউসার আহমেদ পলাশ বলেন, আমরা চাই মাঠটি মাঠ হিসেবেই থাকুক। প্রধানমন্ত্রীর নির্দেশনা না আসা পর্যন্ত মামলা চলমান থাকবে।

সর্বশেষ খবর