বুধবার, ১১ মে, ২০১৬ ০০:০০ টা

ইউনূসকে সম্মানসূচক নাগরিকত্ব পিস্তোইয়ার

নিজস্ব প্রতিবেদক

ইতালির প্রায় এক হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী তুসকান নগরী ‘পিস্তোইয়া’ নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে নগরীর সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করল। পিস্তোইয়ার মেয়র ১২০০ শতকে নির্মিত নগরীর ঐতিহাসিক ‘টাউন হল’-এ গতকাল আনুষ্ঠানিকভাবে এই নাগরিকত্ব অর্পণ করেন। অনুষ্ঠানে ওই নগরীর সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, বিভিন্ন ফাউন্ডেশনের প্রধান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও সামাজিক উদ্যোক্তাসহ প্রায় ৩০০ উচ্চপদস্থ ব্যক্তি অংশগ্রহণ করেন। রাজধানীর ইউনূস সেন্টার এ তথ্য দিয়েছে।

সর্বশেষ খবর