শুক্রবার, ১৩ মে, ২০১৬ ০০:০০ টা

রোমে নোবেলজয়ীদের মৈত্রীতে প্রফেসর ইউনূস

নিজস্ব প্রতিবেদক

রোমে নোবেলজয়ীদের মৈত্রীতে প্রফেসর ইউনূস

বিশ্বব্যাপী খাদ্য, নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করার লক্ষ্যে নোবেলজয়ীদের নিয়ে ‘মৈত্রী’র ঘোষণা দিল জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। ১১ মে প্রফেসর মুহাম্মদ ইউনূসসহ পাঁচজন নোবেল শান্তি পুরস্কারজয়ী এবং খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক হোসে গ্রাজিয়ানো রোমে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ে সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের উপস্থিতিতে এ মৈত্রী ঘোষণায় স্বাক্ষর করেন। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন নোবেল শান্তি পুরস্কারজয়ী কোস্টারিকার প্রেসিডেন্ট অস্কার আরিয়াস সানচেজ, ইয়েমেনের তাওয়াক্কল কারমান ও উত্তর আয়ারল্যান্ডের বেটি উইলিয়ামস। অনুষ্ঠান উপলক্ষে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান তার ভিডিওবার্তা পাঠান। অনুষ্ঠানে প্রফেসর ইউনূস বলেন, ‘বর্তমান তরুণরা মানব ইতিহাসের সবচেয়ে উদ্ভাবনশীল তরুণ প্রজন্ম এবং আমাদের স্বপ্নের দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বিশ্ব  তারাই সৃষ্টি করতে পারবে। আমাদের শুধু যা করতে হবে তা হলো তাদের জীবিকার জন্য চাকরি খুঁজে বেড়ানোর বাধ্যবাধকতা থেকে মুক্তি দেওয়া।’

সর্বশেষ খবর