শনিবার, ১৪ মে, ২০১৬ ০০:০০ টা

লায়ন্স ক্লাবগুলো মানবসেবা দিতে সক্ষম হয়েছে : মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, লায়ন্স ক্লাবগুলোর মানবসেবা কার্যক্রম বৈশ্বিক কাঠামো অর্জন করেছে। এ সেবাকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পেরেছে। যার কারণে সুশৃঙ্খলভাবে বিশ্বব্যাপী এ সেবা কার্যক্রম সুচারুভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোয় রাষ্ট্রব্যবস্থায় প্রতিষ্ঠানগুলো এখনো সেভাবে গড়ে তোলা সম্ভব হয়নি। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে লায়ন্স ক্লাবের (ডিস্ট্রিক্ট-৩১৫বি২) দুই দিনব্যাপী ২৩তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লায়ন ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন শেখ কবির হোসেন ও কাজী আকরাম উদ্দিন আহমদ।

সর্বশেষ খবর