শিরোনাম
সোমবার, ১৬ মে, ২০১৬ ০০:০০ টা

নারী কাউন্সিলররা এখনো বঞ্চনার শিকার

মতবিনিময় সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক

সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটে নির্বাচিত হলেও দায়িত্ব পালনের ক্ষেত্রে বঞ্চনার অবসান এখনো হয়নি বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কয়েকজন নারী কাউন্সিলর। গতকাল সিরডাপ মিলনায়তনে ‘শক্তিশালী, কার্যকর সিটি করপোরেশন ও নিরাপদ, নারীবান্ধব ঢাকা মহানগর’ শীর্ষক এক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী উপস্থিত ছিলেন। নারী সহকর্মীদের এই বঞ্চনার বিষয়ে স্বীকারোক্তি এসেছে সরাসরি ভোটের ওয়ার্ডগুলোয় নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরদের কাছ থেকেও। নারী কাউন্সিলর শাহনাজ পারভীন নীতু বলেন, সংরক্ষিত নারী আসনে পুরুষের সমান বরাদ্দ নেই। অর্থ বরাদ্দ সমান করার দাবি জানান ভোটে নির্বাচিত এই নারী জনপ্রতিনিধি। সরাসরি ভোটে নারী কাউন্সিলররা নির্বাচিত হওয়ার পরও অবস্থা ও ক্ষমতার পরিবর্তন হয়নি বলে জানান ঢাকা উত্তরের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান। উত্তরের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর  দেওয়ান  আবদুল  মান্নান বলেন, গেজেটে কাউন্সিলরদের দাফতরিক কাজ করার নির্দেশনা রয়েছে। কিন্তু সংরক্ষিত নারী কাউন্সিলরদের দাফতরিক কাজের কোনো নির্দেশনা নেই। নারী কাউন্সিলর শামীমা রহমান ক্ষোভের সঙ্গে বলেন, ‘মুখে বলি সমান অধিকার কিন্তু কাজের বেলায় কিছুই হচ্ছে না।’

সর্বশেষ খবর