মঙ্গলবার, ১৭ মে, ২০১৬ ০০:০০ টা

শিল্পকলায় দেওয়ান গাজীর কিস্সা

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় দেওয়ান গাজীর কিস্সা

শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হয়েছে নাগরিক নাট্যসম্প্রদায় প্রযোজিত নাটক ‘দেওয়ান গাজীর কিস্সা’। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় এটি। ব্রের্টল্ড ব্রেশটের মূল নাটকের রূপান্তর ও নির্দেশনায় ছিলেন আসাদুজ্জামান নূর। নাটকটির বিভিন্ন চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন— আবুল হায়াত, আলী যাকের, সারা যাকের, রুনা খান, মোস্তাফিজ শাহীন, ফারুক আহমেদ, লাবণ্য, শামীমা নাজনীন, ঝুমু মজুমদার, অরণ্য, জিয়াউল হাসান কিসলু, গোলাম সারোয়ার, বেলায়েত হোসেন মীরু, পিন্টু, শাওন, পান্থ শাহরিয়ার প্রমুখ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম : আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম। গতকাল বিকালে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি  মনোরঞ্জন ঘোষালের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। আলোচনা-পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করেন প্রতিশ্রুতিশীল শিল্পীরা।

সর্বশেষ খবর