বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬ ০০:০০ টা

জনগণের মতামতের ভিত্তিতে বাজেট প্রণয়ন করতে হবে

বরিশালে গণশুনানিতে নানা প্রস্তাবনা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জাতীয় বাজেট তৈরি করেন আমলারা। সংসদ সদস্যদের কাজ হচ্ছে শুধু টেবিল চাপরে তাদের প্রণীত বাজেট পাস করিয়ে দেওয়া। এ কারণে জাতীয় বাজেটে তৃণমূল জনগোষ্ঠীর চাহিদার প্রতিফলন ঘটছে না। জনগণের মতামতের ভিত্তিতে বাজেট প্রণয়ন করতে হলে অবশ্যই সংবিধানের ৭০ (ক) ধারা সংশোধন করতে হবে। গতকাল নগরীর সার্কিট হাউস মিলনায়তনে ২০১৬-১৭ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে তৃণমূল জনগোষ্ঠীর গণশুনানি অনুষ্ঠানে বক্তারা এসব মন্তব্য করেন। শুনানিতে অংশ নেওয়া সব বক্তা এলাকার চাহিদা অনুযায়ী উন্নয়ন বরাদ্দ নিশ্চিত করার জন্য অঞ্চল অথবা জেলাভিত্তিক বাজেট প্রণয়নের পক্ষে মতামত দেন।

বাজেট প্রণয়নে নীতিগত সমস্যা ও জনগণের প্রত্যাশা জানতে জাতীয় পরিকল্পনা ও বাজেট সম্পর্কিত সংসদীয় ককাস এবং গণতান্ত্রিক বাজেট আন্দোলন এই গণশুনানির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংসদীয় ককাসের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি। বরিশাল-৩ আসনের এমপি শেখ টিপু সুলতান বলেন, ‘আমলা-কেরানিরা বাজেট প্রণয়ন করবে আর সংসদ সদস্যরা সেটা পাস করে দেবে এমন প্রথা থেকে বেরিয়ে আসতে হবে।’

সর্বশেষ খবর