শুক্রবার, ২০ মে, ২০১৬ ০০:০০ টা

২০১৫ সালে শিশু ধর্ষণ বেড়েছে সাড়ে ৩গুণ

শিশু অধিকার ফোরামের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে শিশুর আর্থ-সামাজিক অধিকারের ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি পরিলক্ষিত হলেও শিশু ধর্ষণ, গণধর্ষণ, হত্যা ও আত্মহত্যা উদ্বেগজনক হারে বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ)। জানানো হয়, ২০১৫ তে শিশু গণধর্ষণ বেড়েছে ৩৫০ শতাংশ বা সাড়ে ৩ গুণ। গতকাল ঢাকা রিপোটার্স ইউনিটিতে ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত শিশু অধিকার পরিস্থিতির প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি। বিএসএএফ’র প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে ধর্ষণের শিকার হয়েছে ৫২১ শিশু, এদের মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ৯৯ জন আর ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ৩০ শিশু। যা ২০১৪ সালে সংঘটিত শিশু ধর্ষণের তুলনায় ১৬১ শতাংশ বেশি এবং ধর্ষণ হয়েছে ৩৫০ শতাংশ বেশি। এদিকে বাবা-মায়ের দ্বারা হত্যা হয়েছে ৪০ শিশু, আত্মহত্যা করেছে ২২৮ ও সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮০ শিশুসহ অপমৃত্যুর শিকার হয়েছে ২ হাজার ৯৩১ জন শিশু। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি ও নির্যাতনের শিকার হয়েছে ২১৯ শিশু। অন্যদিকে ২০১৬ সালের প্রথম চার মাসে ধর্ষণের শিকার হয়েছে ১৩৮ শিশু। গত বছর দেশের ১০টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ) প্রতিবেদনটি তৈরি করেছে।

সর্বশেষ খবর