শুক্রবার, ২০ মে, ২০১৬ ০০:০০ টা

দুদককে কার্যকরী ভূমিকায় দেখতে চাই : ড. আনিসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, দুর্নীতি দেশের একটি বড় ব্যাধি। এটা আমাদের মূল্যবোধকে ক্ষয়ে দিচ্ছে। দুর্নীতি প্রতিরোধে দুদককে কার্যকরী ভূমিকায় দেখতে চাই আমরা। মানুষের মধ্যে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে দুদককে পদক্ষেপ নিতে হবে। গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমিতে শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম, দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল, দুদক মহাপরিচালক ড. শামসুল আরেফিন প্রমুখ। আনিসুজ্জামান বলেন, শুধু দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে দুর্নীতি সম্পূর্ণ দমন করা সম্ভব নয়। এ জন্য সর্বস্তরে মূল্যবোধ সৃষ্টি এবং সচেতনতা বাড়াতে হবে। তিনি বলেন, আমরা সবাই মনে করি, রোগের চিকিৎসার চেয়ে যদি রোগ প্রতিরোধ করা যায় তাহলে বেশি কাজ দেয়।

সর্বশেষ খবর