শনিবার, ২১ মে, ২০১৬ ০০:০০ টা

সাজা থেকে বাঁচতে ২১ বছর আত্মগোপনে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আদালতের দেওয়া দুই বছরের সাজা থেকে বাঁচতে ২১ বছর আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না শামছুল হক। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের শামছুল হককে একটি চোরাচালান মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন রাজশাহীর একটি আদালত। এর পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তবে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আবু ফরহাদ জানান, ১৯৯০ সালে তার বিরুদ্ধে থানায় মামলা হয়। মাদক মামলায় ’৯৫ সালে আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে ১৯৯০ থেকে তিনি আত্মগোপনে ছিলেন। ২১ বছর পালিয়ে থাকার পর গত বুধবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী রাংটিয়ার একটি মাজার থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ওসি আরও জানান, শামছুল হক (৭০) রাজশাহীর গোদাগাড়ীর ফরহাদপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। ১৯৯০ সালের মে মাসে তার বিরুদ্ধে মাদক আইনে গোদাগাড়ী থানায় মামলা হয়। তখন তিনি গাঢাকা দেন। মামলাটি আদালতে গড়ালে ১৯৯৫ সালে তার অনুপস্থিতিতে বিচারক দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ও দুই হাজার টাকা জরিমানা করেন। তবে জেলে যাওয়ার ভয়ে ধরা দেননি শামছুল হক। পরিবার-পরিজন ছেড়ে মাজারে মাজারে দিন কাটাতে শুরু করেন।

সর্বশেষ খবর