রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

মন্দাভাব কাটছে খাতুনগঞ্জে বাড়ছে কর্মচাঞ্চল্য

দোরগোড়ায় রমজান

ফারুক তাহের, চট্টগ্রাম

দেশের অন্যতম বৃহত্তম পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে এখানে আমদানি-রপ্তানি বাণিজ্যে মন্দাভাব চলছিল। কিন্তু পবিত্র রমজান সামনে রেখে সে অবস্থা কেটে গেছে। বাজারসংশ্লিষ্টরা জানান, স্বাভাবিকভাবে প্রতিদিন ৫০০ কোটি টাকার লেনদেন হয় চাক্তাই-খাতুনগঞ্জে। কিন্তু রমজানে এর পরিমাণ বেড়ে প্রতিদিন প্রায় ৭০০ কোটি টাকায় গিয়ে দাঁড়ায়। চাহিদা বাড়ায় এবার লেনদেন আরও বাড়তে পারে। এজন্য তিন-চার মাস ধরে প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানি ও মজুদ করছেন ব্যবসায়ীরা। সূত্র জানায়, রমজান ছাড়া বছরের অন্যান্য সময় চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসা-বাণিজ্য আগের তুলনায় অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ কমে এসেছে। এর পেছনে রয়েছে নানাবিধ কারণ ও সমস্যা। একদিকে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক আস্থার সংকট, অন্যদিকে দেশের নানা প্রান্তে বসে ট্রেড করার সুযোগ সৃষ্টি হওয়ায় আগের সেই একচেটিয়া ট্রেডিং আর নেই।

এ ব্যাপারে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমদ বলেন, ‘এখানে শতবর্ষের বেশি সময় ধরে পারস্পরিক আস্থাকে পুঁজি করে কোটি কোটি টাকার ব্যবসা চলছিল। কিন্তু অর্ধশতাধিক বড় ও মাঝারি ব্যবসায়ী চক্র সাধারণ ব্যবসায়ীদের কোটি কোটি টাকা লোপাট করে পালিয়ে যাওয়ায় পারস্পরিক আস্থায় চিড় ধরেছে। এ ছাড়া সরকার ডিও (ডেলিভারি অর্ডার) ব্যবসায় সময় নির্ধারণ করে দেওয়ায় এবং ওয়ান-ইলেভেনের সরকার আমল থেকে ব্যবসার সোনালি অতীত হারিয়ে যেতে চলেছে। এখন কেবল রোজার মাস এলেই কিছুটা ব্যবসা হয়।’

অন্যতম আড়তদার রিতাপ উদ্দিন বলেন, ‘তারল্য সংকট ও ব্যাংকের অতিরিক্ত সুদহারের কারণেও এখন ট্রেডিং কম হচ্ছে।   এখানে সুপরামর্শের চেয়ে ভুল পরামর্শ দিয়ে উঠতি ব্যবসায়ীদের   পথে বসিয়ে দেওয়ার জন্য একটি চক্র তত্পর রয়েছে। এ কারণেও চাক্তাই-খাতুনগঞ্জে ব্যবসা কমে এসেছে। তবে রমজানকে ঘিরে এখনো বছরের প্রায় তিন মাস মোটামুটি ভালো ব্যবসা হয়।’

চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা রমজানের পণ্য বিক্রি ও সরবরাহে পুরোপুরি প্রস্তুত।

সর্বশেষ খবর