শিরোনাম
বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬ ০০:০০ টা

একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। শিক্ষার্থীরা অনলাইনে ১০টি কলেজ এবং এসএমএসের মাধ্যমে আরও ১০টি কলেজে আবেদন করতে পারবেন। মোট ২০টি কলেজে এবার আবেদনের সুযোগ থাকছে। আজ সকাল ৯টা থেকে আগামী ৯ জুন পর্যন্ত শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবেন। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবেন সব কলেজেই তার মেধাক্রম নির্ধারণ করা হবে। পছন্দমাফিক শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন ছাত্র-ছাত্রীরা। অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) গিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। ঢাকা শিক্ষাবোর্ডের এক কর্মকর্তা জানান, গত বছর মূলত অটো সিলেকশন দেওয়ায় একজন শিক্ষার্থী শুধু একটিতেই মেধাতালিকায় থাকতেন। ফলে সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের জন্য কয়েকবার মেধাতালিকা তৈরি করতে হয়েছে। এবার সেই সুযোগ নেই। ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১৬ জুন। ১০ জুলাই নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর