শনিবার, ২৮ মে, ২০১৬ ০০:০০ টা

শিক্ষানীতি বাতিল না করলে ভয়াবহ পরিণতি হবে : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

শিক্ষানীতি বাতিল না করলে ভয়াবহ পরিণতি হবে : পীর চরমোনাই

শিক্ষানীতি বাতিল দাবিতে গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে বক্তব্য দেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম —বাংলাদেশ প্রতিদিন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, শিক্ষানীতি ও শিক্ষা আইনের মাধ্যমে আমাদের সংস্কৃতি ধ্বংসের চক্রান্ত চলছে। ইসলামী কবি-সাহিত্যিকদের লেখা বাদ দেওয়া হয়েছে। হিন্দু ধর্মীয় অনেক বিষয় মুসলমানদের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এ শিক্ষানীতি বাতিল না করলে সরকারের পরিণতি হবে ভয়াবহ। এক বিন্দু রক্ত থাকতে এই শিক্ষানীতি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। গতকাল বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষানীতি ও শিক্ষা আইন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সারা দেশ থেকে বাস-ট্রাক, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে হাজার হাজার নেতা-কর্মী সমাবেশে জড়ো হন। বিকাল ৩টায় সমাবেশ শুরু হলেও দুপুরের আগেই সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশের কারণে দুপুরের পর থেকে শাহবাগ থেকে মত্স্য ভবন সড়কটির এক পাশ বন্ধ করে দেওয়া হয়। এ সময় আশপাশের সড়কগুলোতে যানজট দেখা দেয়। মহাসমাবেশ থেকে শিক্ষানীতি বাতিলের দাবিতে ১ জুন থেকে ৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। এরপরও দাবি না মানলে ঢাকা অভিমুখে লংমার্চ করার ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে— আসন্ন বাজেট অধিবেশন চলাকালীন জাতীয় সংসদ অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি পেশ, ১ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত লিফলেট বিতরণ করা হবে।

 

সর্বশেষ খবর