শিরোনাম
শনিবার, ২৮ মে, ২০১৬ ০০:০০ টা

ছিনতাইকারীদের অভিনব ফাঁদে সর্বস্বান্ত যাত্রীরা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেট মহানগরী এবং শহরতলি এলাকায় ছিনতাই এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। ‘নিরাপদে’ ছিনতাইয়ের কাজ সেরে চম্পট দিতে ছিনতাইকারীরা বেছে নিচ্ছে অভিনব সব পন্থা। ছিনতাইকারীদের পাতা অভিনব ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছে সাধারণ মানুষ। প্রতিনিয়ত এ রকম অভিনব ছিনতাইয়ের ঘটনা ঘটলেও ছিনতাইকারীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। অনুসন্ধানে জানা যায়, সিলেটে সিএনজি অটোরিকশা দিয়ে অভিনব পন্থায় সাধারণ মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা। সিলেট মহানগরীর বন্দরবাজার-মেজরটিলা, আম্বরখানা-মদিনা মার্কেট, বন্দরবাজার-হুমায়ুন রশীদ চত্বর, টিলাগড়-আম্বরখানা, উপশহর-সোবহানীঘাট-বন্দরবাজার, বন্দরবাজার-আম্বরখানা, সুরমা পয়েন্ট-ওসমানী মেডিকেল প্রভৃতি এলাকায় নিয়মিত সিএনজি অটোরিকশা চলাচল করে থাকে। এসব এলাকায় সিএনজি অটোরিকশা নিয়ে ছিনতাইকারীরা আগে থেকেই ওতপেতে থাকে। একেকটি অটোরিকশায় চালক ছাড়া আগে থেকেই দু-তিনজন ‘যাত্রী’ ওঠে বসে থাকে। কোনো যাত্রী (ছিনতাইকারীরা যাকে বলে ‘টার্গেট’) এলে তাকে অটোরিকশায় তুলে নেওয়া হয়। এক্ষেত্রে আগে থেকেই বসে থাকা ‘যাত্রীরা’ কৌশলে ওই ‘টার্গেটকে’ পেছনের সিটের মধ্যে বসিয়ে দেয়। এরপর অটোরিকশা ছেড়ে দিয়ে নিরাপদ স্থান বুঝে ‘যাত্রীরা’ নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসে।

সর্বশেষ খবর