রবিবার, ২৯ মে, ২০১৬ ০০:০০ টা

ইফতারি বাজার ও লাইফস্টাইল ফেস্ট

বসুন্ধরা কনভেনশন সিটিতে মাসব্যাপী আয়োজন

নিজস্ব প্রতিবেদক

আসছে রমজান ও ঈদকে কেন্দ্র করে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ইফতারি ও লাইফস্টাইল ফেস্ট শুরু হতে যাচ্ছে। গত বছর একই স্থানে অনুষ্ঠিত ‘পুরান ঢাকা ইফতারি বাজার’ নামের ব্যতিক্রমী আয়োজনটি সফল হওয়ায় এ বছর ইফতার আয়োজনের পাশাপাশি ঈদে কেনাকাটার বিষয়টি মাথায় রেখে কনভেনশন সিটিতে লাইফস্টাইল ফেস্টের মতো আয়োজন করা হচ্ছে।

আয়োজক কমিটির প্রধান ও বসুন্ধরা গ্রুপের হেড অব অপারেশনস (আইসিসিবি ও বিসিসি) এম এম জসীম উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে জানান, প্রথমবারের মতো হতে যাওয়া ১৯ দিনের (১২ থেকে ৩০ জুন) ‘সাউথ এশিয়ান ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল ফেস্ট’-২০১৬-এ দেশি-বিদেশি সব ব্র্যান্ডের প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে। সব শ্রেণি-পেশার মানুষের রুচি ও বাজেটের কথা চিন্তা করে ব্যতিক্রমী এ মেলার আয়োজন। মেলা থেকে ক্রেতারা যাচাই-বাছাই করে তুলনামূলক ভালো পোশাক কেনার সুযোগ পাবেন। কনভেনশন সিটি-২-এর পুষ্পগুচ্ছ হলে এ ফেস্ট অনুষ্ঠিত হবে। মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। দেশের নামকরা ব্র্যান্ডের পাশাপাশি ভারত, থাইল্যান্ড ও চীনের প্রতিষ্ঠানগুলো এতে অংশ নিচ্ছে। বিভিন্ন বয়সী ক্রেতার পোশাকের পাশাপাশি এখানে আরও বিক্রি হবে জুয়েলারি ও কসমেটিকস। আগত ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে আরও থাকবে বিউটি অ্যান্ড স্পা। অনুষ্ঠানে অন্যান্য আকর্ষণের মধ্যে প্রতিদিন দুজন ফ্যাশন আইকনের উপস্থিত হওয়ার কথা আছে। এ ছাড়া শোবিজ তারকা, সেলিব্রেটি, ক্রিকেটার, সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্বদের এখানে উপস্থিত হওয়ার কথা। মেলায় সেলিব্রেটিদের সঙ্গে সেলফি তুলতে থাকছে সেলফি জোন। মেলা থেকে নির্দিষ্ট পরিমাণ পোশাক কিনলেই থাকবে প্রিয় তারকার সঙ্গে সেলফি তোলার সুযোগ। আরও থাকছে ট্রায়াল জোন ও বিউটি টিপস কর্নার। মেলায় সার্কভুক্ত দেশগুলোর ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল নিয়ে কাজ করেন এমন প্রতিনিধিদের নিয়ে তিনটি সেমিনারের আয়োজন করা হবে। গতবারের মতো এবারও রোজায় কনভেনশন সিটিতে চকবাজার থেকে আসা বিখ্যাত সব বাবুর্চির হাতে তৈরি সুস্বাদু খাবার খেয়ে দেখার সুযোগ পাবেন ভোজনরসিকরা। পুরান ঢাকার চকবাজারে গিয়ে ঝক্কি ঝামেলা ঠেলে ইফতারি নিয়ে আসার বদলে মোগল ঘরানার তৈরি মজাদার পরিষ্কার-পরিচ্ছন্ন ও শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে পার্সেল নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে এই ইফতারি বাজারে। কেউ চাইলে পরিবার-পরিজন নিয়ে এখানে বসেও ইফতার করতে পারেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর