সোমবার, ৩০ মে, ২০১৬ ০০:০০ টা

সিম নিবন্ধনের সময় আর বাড়ছে না

নিজস্ব প্রতিবেদক

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, ৩১ মের পর সিম নিবন্ধনের সময়মীমা আর বাড়ানো হবে না। ওই দিন রাত ১২টার পর সব অনিবন্ধিত সিম বন্ধ হয়ে যাবে। গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন হয়েছে ১০ কোটি ৯ লাখ। গ্রাহকের হাতে থাকা প্রায় ১৩ কোটি ২০ লাখ সিমের মধ্যে এই সিম নিবন্ধিত হয়েছে। এখনো ৩ কোটি ৩০ লাখ মোবাইল সিম নিবন্ধিত হয়নি। আগামী দুই দিন সিম নিবন্ধনের ক্ষেত্রে বয়োজ্যেষ্ঠরা আগ্রাধিকার পাবেন। চলমান সিম নিবন্ধন কার্যক্রমে সমস্যায় পড়লে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) ১৬১০৩ নম্বরে ফোন করলে সমাধান পাওয়া যাবে। এদিকে নির্ধারিত সময়ের পর অনিবন্ধিত সিম বন্ধে দুই দিনের বেশি সময় প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে মোবাইল ফোন অপারেটরগুলো। তারা জানিয়েছে, নির্ধারিত সময়ে অনিবন্ধিত সিম বন্ধ করার সব ধরনের কারিগরি প্রক্রিয়া শেষ হয়েছে।

সর্বশেষ খবর