মঙ্গলবার, ৩১ মে, ২০১৬ ০০:০০ টা

এক ব্যক্তিকে টেনে হিঁচড়ে মাইক্রোবাসে তুলছিল

নারায়ণগঞ্জের সাত খুনে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলায় নারায়ণগঞ্জের তৎকালীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাবিদ হোসেনসহ আরও ছয় সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। গতকাল সোমবার জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তারা সাক্ষ্য প্রদান করেন। যারা সাক্ষ্য প্রদান করেন তারা হলেন— নারায়ণগঞ্জের তৎকালীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাবিদ হোসেন, ঘটনার প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম খোকা ও তার মেয়ে রাবেয়া আক্তার আঁখি, মোয়াজ্জেম হোসেন শাহিন, ব্যবসায়ী শাহজাহান সাজু ও মতিন হাওলাদার। দুই ব্যবসায়ীর একজনের কাছ থেকে লাশ ফেলার জন্য প্লাস্টিকের বস্তা এবং অপর ব্যবসায়ীর কাছ থেকে রশি ও সুতলি কিনে অভিযুক্ত র‌্যাব সদস্যরা। প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম আদালতে বলেন, ঘটনার দিন বাসায় ফেরার পথে দেখতে পান র‌্যাবের পোশাক এবং সাদা পোশাকে থাকা কিছু লোক অস্ত্র হাতে চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সেখানে হাতে পিস্তল নিয়ে সাদা গেঞ্জি পরিহিত এক ব্যক্তি সাদা রঙের প্রাইভেট কারটি থেকে সাদা পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তিকে টেনে হিঁচড়ে হাইয়েস মাইক্রোবাসে তুলছিল।

সর্বশেষ খবর