বুধবার, ১ জুন, ২০১৬ ০০:০০ টা

৪৪১ কোটি টাকার চুক্তি সেই সড়কের উন্নয়নে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

অবশেষে দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের দুঃখ ঘুচছে। এটি জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল দুপুরে ঢাকার একটি হোটেলে সড়ক ও মহাসড়ক বিভাগ এবং স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। এতে প্রকল্পে ব্যয় হবে ৪৪১ কোটি ৫৪ লাখ টাকা। প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ এ সড়কটির সংস্কার কাজ শেষ হবে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। প্রকল্পের কাজ পাওয়া স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড দুটি প্যাকেজে কাজ করবে। প্যাকেজের আওতায় যেসব কাজ হবে, তন্মধ্যে রয়েছে- সড়ক বাঁধ, রিজিট পেভমেন্ট, রক্ষাপ্রদ কাজ, কম্পেকটেড স্টোন কলাম, ফুটপাথসহ ড্রেন, টো-ওয়াল, আরসিসি রিটেইনিং ওয়াল, সড়ক বাঁধ, ফ্লেক্সিবল পেভমেন্ট নির্মাণ, ১টি সেতু ও ২টি কালভার্ট নির্মাণ প্রভৃতি। সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম জানান, গতকাল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ইমরান আহমদ এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর