Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ১ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩১ মে, ২০১৬ ২৩:০৯
আগামী বছর প্রাথমিক সমাপনী অষ্টম শ্রেণিতে
নিজস্ব প্রতিবেদক

আগামী বছর থেকে অষ্টম শ্রেণির পাঠ শেষে প্রাথমিক সমাপনী পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করার পর এ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। জানা গেছে, এ সিদ্ধান্ত এখন আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য সরকারের কাছে পাঠানো হবে। হাতে সময় কম থাকায় শেষবারের মতো এ বছর পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক সমাপনী এবং অষ্টম শ্রেণি শেষে জেএসসি ও জেডিসি পরীক্ষা নেওয়া হবে। ২০০৯ সাল থেকে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছিল। মন্ত্রণালয় সূত্র জানায়, এতদিন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাধ্যমে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা  অনুষ্ঠিত হলেও আগামী বছর থেকে অষ্টম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী নেওয়া হবে শিক্ষা বোর্ডগুলোর অধীনে।

এই পাতার আরো খবর
up-arrow