বুধবার, ১ জুন, ২০১৬ ০০:০০ টা

দাবি আদায় না হলে জুয়েলারি দোকান বন্ধের হুমকি

নিজস্ব প্রতিবেদক

আগামী ৪ জুন থেকে দেশের সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।  ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে জুয়েলারি খাতে বর্তমানে আরোপিত মোট বিক্রয়ের উপর ৫ শতাংশের জায়গায় ১.৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) নির্ধারণ করা না হলে ৪ জুন থেকে দেশের জুয়েলারি দোকানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুমকি দিয়েছে বাজুস-এর নেতারা।

গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাজুস-এর নেতারা এ কর্মসূচির ঘোষণা দেয়। কর্মসূচির অংশ হিসেবে ৪ জুন থেকে দেশের জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। ৫ জুন কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে প্রেসক্লাবসহ ইউএনও ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

সর্বশেষ খবর