বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬ ০০:০০ টা

এবার পণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠে থাকবে ১০টি টিম

ছাড় দেওয়া হবে না কাউকে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রমজান এলেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে নিত্যপণ্যের বাজার। তাই এবার রমজান শুরুর আগেই বাজার দর স্থিতিশীল রাখতে নগরীতে ১০টি মনিটরিং টিম সক্রিয় থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। জেলা প্রশাসক বলেন, কেউ যাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর অতিরিক্ত মুনাফা করতে না পারে, সেজন্য বাজার মনিটরিং ও অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব টিম শুধু দু-একদিন না, পুরো রমজানে বাজার মনিটরিং করবে। যত বড় ব্যবসায়ী কিংবা নেতা হোক, কেউ যদি অসাধু ব্যবসার সঙ্গে জড়িত থাকেন তাহলে মনিটরিং টিম তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। জেলা প্রশাসক আরও জানান, চট্টগ্রাম জেলায় ১২ জন ম্যাজিস্ট্রেট নতুনভাবে যোগদান করছেন। আগে ম্যাজিস্ট্রেট সংকট থাকায় কম মোবাইল কোর্ট ছিল। কিন্তু এবার এলাকাভিত্তিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে। আশা করি বাজার দর নিয়ন্ত্রণে থাকবে। বৈঠকে কাজীরদেউড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রাজ্জাক অভিযোগ করে বলেন, আমদানিকারকদের সঙ্গে বৈঠক করে বেঁধে দেওয়া দামে ছোলা বিক্রি হচ্ছে না খাতুনগঞ্জে।

সর্বশেষ খবর