বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬ ০০:০০ টা

রাজধানীতে ৫৫ লাখ জাল টাকাসহ পাঁচজন গ্রেফতার

কলায় রাসায়নিক ১৮ জনের দণ্ড

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক অভিযানে জালনোট তৈরি ও বিক্রি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৫৫ লাখ টাকা মূল্যের জালনোট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে যাত্রাবাড়ীর শেখেরপাড়া ও খিলগাঁও রেলগেট থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো নান্নু মিয়া, ইয়াছিন মোল্লা, হাবিবুর রহমান, রকিব হাসান ও সুজন। ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, এরা পেশাদার জালনোট বিক্রেতা। প্রায় ৭-৮ বছর ধরে জালনোট প্রস্তুত করছিল। এরা রাজধানীর বিভিন্ন এলাকায় স্বল্প মেয়াদে বাসাভাড়া নিয়ে সহযোগীদের মাধ্যমে জাল টাকা পাইকারি ও খুচরা বিক্রি চক্রের হোতা। এদিকে রাজধানীর কারওয়ান বাজারের ১৮ কলা ব্যবসায়ী ও কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে কলাপট্টিতে র‌্যাব-২, বিএসটিআই ও উত্তর সিটি করপোরেশন যৌথভাবে এ অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ও হেলাল উদ্দিন। সারওয়ার আলম বলেন, অভিযানে দেখা যায় কাঁচা কলার সঙ্গে মাত্রাতিরিক্ত ক্ষতিকারক উপাদান দিয়ে দ্রবণ তৈরি করে তাতে কলা চুবিয়ে রাখে। এরপর নির্দিষ্ট চেম্বারে কাপড় দিয়ে ঢেকে রেখে পুনরায় তার ওপর ওই রাসায়নিক দ্রব্য স্প্রে করা হচ্ছে; যাতে কলাগুলো দু-এক দিনের মধ্যে পুরোপুরি হলুদ বর্ণ ধারণ করে পেকে যায়।

সর্বশেষ খবর