শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা

বর্জ্য অপসারণে হার্ডলাইনে চসিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মহানগরের বর্জ্য অপসারণে হার্ডলাইনে অবস্থান নিয়েছে। আবর্জনা অপসারণে নিয়োজিতদের কারও কোনো অবহেলা-অনিয়ম সহ্য করা হবে না। অনিয়ম হলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়। একই সঙ্গে আবর্জনা অপসারণে কার্যকর উদ্যোগ নিতে চসিকের প্রকৌশল বিভাগ (যান্ত্রিক), পরিচ্ছন্ন ও বিদ্যুৎ বিভাগকে নতুন করে কর্মপরিকল্পনা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। চসিক সূত্রে জানা যায়, গত বছরের ২৬ জুলাই দায়িত্ব গ্রহণের পর সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বর্জ্য অপসারণে ‘নো কম্প্রোমাইজ’ নীতি অবলম্বন করেন। প্রথম পদক্ষেপ হিসেবে গত বছরের ১ সেপ্টেম্বর থেকে দিনের পরিবর্তে রাতের বেলায় আবর্জনা অপসারণ শুরু হয়। এ নিয়মে প্রথম দিকে সুফল এলেও আবর্জনা অপসারণ ফের আগের অবস্থায় ফিরে যায়। তাছাড়া আসন্ন বর্ষা ও রমজানকে সামনে রেখে আবর্জনা অপসারণ নিশ্চিত করতে আবারও নির্দেশনা দিয়েছে চসিক। চসিকের বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, আবর্জনা অপসারণে কারও কোনো অনিয়ম-অবহেলা সহ্য করা হবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর