শিরোনাম
শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা

চিকিৎসক আইনের খসড়ার প্রতিবাদ বিএমএর

নিজস্ব প্রতিবেদক, খুলনা

চিকিৎসকের শাস্তির বিধান রেখে বেসরকারি চিকিৎসাব্যবস্থার জন্য প্রণীত খসড়া আইনের বিরোধিতা করা হয়েছে। গতকাল খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এর বিরোধিতা করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের খুলনা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘এ আইনের খসড়া চিকিৎসকদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ এবং এটি একটি কালো আইনের খসড়া। এর ফলে চিকিৎসক ও রোগীদের মধ্যে দূরত্ব বাড়বে। মুমূর্ষু রোগীদের দেখার কেউ থাকবে না। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে দেশের সাধারণ মানুষ। ঔপনিবেশিক আমলারা সরকারকে বিভ্রান্ত করতেই এ খসড়া আইন প্রস্তুত করেছেন।’ ডা. বাহারুল আলম বলেন, ‘রোগী ও চিকিৎসকদের জন্য সুরক্ষা আইন করা প্রয়োজন। কিন্তু আমলারা প্রস্তুত করছেন শাস্তির আইন।’

সর্বশেষ খবর