Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২ জুন, ২০১৬ ২৩:৫৪
দুর্নীতি মুক্ত করতে অভিযান চলছে
——— দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক, খুলনা

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘তিনটি সেক্টরকে দুর্নীতিমুক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। স্বাস্থ্য, শিক্ষা এবং যারা আর্থিক প্রতিষ্ঠানের অর্থ লুট করেছেন, জনগণের অর্থ চুরি করেছেন, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। এ তিনটি সেক্টরের দুর্নীতি জিরো টলারেন্সে আনা হবে। প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি মুক্ত করতে, জনগণের আস্থা ফিরিয়ে আনতে আমাদের নতুন উদ্যমে কাজ শুরু হয়েছে। জনগণ সমাজের চালিকাশক্তি। জনগণের সহযোগিতা পেলে দুদক সফল হবে।’

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল দুপুরে খুলনা ও বরিশাল বিভাগের নির্বাচিত শ্রেষ্ঠ মহানগর, জেলা ও উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্যদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই পাতার আরো খবর
up-arrow