Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

ঢাকা, শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
প্রকাশ : শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২ জুন, ২০১৬ ২৩:৫৭
মূল্যস্ফীতি ছয় শতাংশের নিচে রাখার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
মূল্যস্ফীতি ছয় শতাংশের নিচে রাখার ঘোষণা

নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতে মূল্যস্ফীতি ছয় শতাংশের নিচে রাখার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। চলতি বাজেটে ৬ দশমিক ২ শতাংশ থেকে ৫ দশমিক ৮ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করেছেন অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায়।

গতকাল সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি। বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরে ৬ দশমিক ২ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন মুহিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, এপ্রিল শেষে মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ০৪ শতাংশ। মাসওয়ারি, অর্থাৎ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৬১ শতাংশ। বাজেট বক্তৃতায় মুহিত বলেন, আগামী বছরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ পণ্যমূল্য কমার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্য কিছু কমানো হয়েছে, যা খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হ্রাসে ভূমিকা রাখবে। জ্বালানি তেলের মূল্যে নিম্নমুখী সমন্বয়ের কাজটি অব্যাহত রয়েছে। অন্যদিকে কৃষিতে ধারাবাহিক প্রবৃদ্ধির সম্ভাবনা ও অভ্যন্তরীণ সরবরাহ পরিস্থিতির ধারাবাহিক উন্নয়ন খাদ্য মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখবে। পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয় সাধন করে ৫ দশমিক ৮ শতংশ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow