শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা

শিশু বিকাশে গুরুত্ব বয়স্ক ভাতা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

এবারের বাজেটে নারীদের পাশাপাশি শিশুর শারীরিক ও মানসিক বিকাশকে গুরুত্ব দেওয়া হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে নির্বাচিত সাত মন্ত্রণালয়ে শিশুকেন্দ্রিক কার্যক্রমের বাজেট ৪৯৬.১২ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। যা মোট বাজেটের ১৪.৫৭ শতাংশ। এ ছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দের ৩৮.৪৫ শতাংশই শিশু সংবেদনশীল। বাজেটে বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোর স্বাস্থ্য উন্নয়নে ৮.১৯ কোটি টাকা ব্যয়ে ৩টি কর্মসূচি রাখা হয়েছে। কর্মজীবী মায়ের শিশুদের জন্য দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠিত হচ্ছে। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ১০টি জেলার চার বছরের অধিক বয়সী শিশুদের জন্য শিশুর প্রারম্ভিক বিকাশ কর্মসূচি বাস্তবায়ন করছে। বিধবা ভাতা মাসিক ১০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা এবং বিধবা ভাতাভোগীর সংখ্যা বাড়িয়ে ৩৭ হাজার করা হয়েছে। ভিজিডি কার্ডধারীর সংখ্যা সাড়ে সাত লাখ থেকে বৃদ্ধি করে ১০ লাখ করা হয়েছে। আর মাতৃত্ব ভাতাভোগীর সংখ্যা ২ লাখ ৬৪ হাজার টাকা থেকে পাঁচ লাখ এবং ল্যাকটেটিং মাদার সহায়তা এক লাখ ২০ হাজার থেকে বাড়িয়ে এক লাখ ৮০ হাজার করা হয়। এদিকে বয়স্ক ভাতার হার ১০০ টাকা বাড়িয়ে ৫০০ টাকা এবং অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতার হার ১০০ টাকা বৃদ্ধি করে ৬০০ টাকা করা হয়। অর্থমন্ত্রী বলেন, বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৫ শতাংশ বৃদ্ধি করে ৩১ লাখ ৫০ হাজার এবং ভাতার হার ১০০ টাকা বৃদ্ধি করে ৫০০ টাকায় উন্নীত করার প্রস্তাব করছি। আর প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি করে ৭ লাখ ৫০ হাজারে উন্নীত করার কথা বলেন তিনি।

সর্বশেষ খবর