শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা

উদ্বিগ্ন টিআইবি

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত বাজেটে বিশেষ কৌশলে কালো টাকা সাদা করার বিধান রাখায় হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বাজেটে পরোক্ষভাবে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে তা দুর্ভাগ্যজনক। যা প্রধানমন্ত্রীর দুর্নীতিবিরোধী অবস্থানের পরিপন্থী। জনগণের আস্থা অর্জনে সরকারের উচিত বাজেটে কালো টাকা বৈধতা দেওয়ার সুযোগ বাতিল করা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর